ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিক্ষোভ সমাবেশ থেকে নতুন উপদেষ্টাদের বিরুদ্ধে  হুংকার হাসনাতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ধানমন্ডি-৩২ কে যারা কাফেলা মনে করে তাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকদের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নিবেন তাহলে সেটি ভুল ভাবছেন।

সোমবার (১১ নভেম্বর) ছাত্র-জনতার অংশীদারিত্বহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে। শিক্ষার্থীরা-শ্রমিকরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে '২৪ এর গণঅভ্যুত্থান সফল করেছে। কিন্তু আপনারা তাদের সঙ্গে আলোচনা না করে, তাদের অংশীদারিত্ব নিশ্চিত না করে কোন অদৃশ্য সিগনালে কাদের পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন, সেটি শিক্ষার্থীর আপনাদের প্রশ্নের ঊর্ধ্বে রেখে ছাড় দিবে না।

হাসনাত বলেন, শিক্ষার্থীদের সাথে, শ্রমিক জনতার সাথে আপনারা মশকরা করা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে, এই দিন আর বেশিদিন থাকবে না। আপনাদের সেইফ করার জন্য শিক্ষার্থীরা আর রাস্তায় আসবে না। প্রয়োজনে আপনাদের বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে।

তিন মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজের যে অগ্রগতি হলোতিন মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজের যে অগ্রগতি হলো
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক রয়েছে, গত ১৬ বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গেয়েছে তাদের '২৪ পরবর্তী বাংলাদেশে আমরা কোনও ফরম্যাটেই পুনর্বাসন দেখতে চাই না।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের আপনারা নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তাদের অবদান কী? এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই, তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই। আর আপনারা যদি মনে করেন কোনও সমঝোতার ভিত্তিতে তাদের পুনর্বাসন হচ্ছে তাহলে ছাত্র জনতার সাথে, '২৪ এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি